দক্ষতা বিনিময় ও অংশীদারিত্বের গতিশীল প্ল্যাটফর্ম ‘বিআইএম’ প্রতিষ্ঠার লক্ষ্যে সেমিনারে

‘রিবিল্ডিং বিআইএম অ্যাজ অ্যা প্লাটফর্ম ফর ইন্ডাস্ট্রি একাডেমিয়া এক্সচেঞ্জ’ সেমিনার
‘রিবিল্ডিং বিআইএম অ্যাজ অ্যা প্লাটফর্ম ফর ইন্ডাস্ট্রি একাডেমিয়া এক্সচেঞ্জ’ সেমিনার | ছবি: এখন টিভি
0

সরকারিভাবে যারা স্পেশালাইজড ট্রেনিং দেয় তার মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) একটি। দক্ষতা বিনিময় এবং অংশীদারিত্বের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে বিআইএমকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাডেমিক প্রতিষ্ঠান এবং শিল্প অংশীদারদের মধ্যে সংলাপ এবং সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সম্প্রতি একটি সেমিনার আয়োজন করা হয়।

‘রিবিল্ডিং বিআইএম অ্যাজ অ্যা প্লাটফর্ম ফর ইন্ডাস্ট্রি একাডেমিয়া এক্সচেঞ্জ’ শিরোনামে শিক্ষা ও শিল্পের মধ্যে মতবিনিময় সভার আয়োজন হয়ে গেলো বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম-এ। দক্ষতা বিনিময় এবং অংশীদারিত্বের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে বিআইএম- কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাডেমিক প্রতিষ্ঠান এবং শিল্প অংশীদারদের মধ্যে সংলাপ এবং সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারটিতে মূল বক্তব্য পাঠ করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ এবং মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আইনুন নিশাত। প্রধান বক্তা তার বক্তব্যে পলিসি বাংলাদেশের খাত ওয়ারি অর্থনৈতিক উন্নয়নের গতি ধারা তুলে ধরেন।

শিল্প মন্ত্রণালয় সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে দেশে এবং বিদেশে ইন্ডাস্ট্রিগুলোতে কোথায় কোথায় ইমপ্লয়মেন্ট জেনারেট করা যায়,সেক্ষেত্রে আমাদের দক্ষতা উন্নয়ন করা দরকার। বিআইএম যেন সেই ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্যে, আমাদের এ সেমিনারের আয়োজন করা হয়েছে।’

আরও পড়ুন:

বিআইএম মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘চলমান কোর্সে যে মডিউলগুলো আছে এগুলো রি-ডিজাইন, রি-শেপ এবং বর্তমান মার্কেটনিড ও ইন্ডাস্ট্রির প্রয়োজনের আলোকে আমরা একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বসেছিলাম। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমাদের দিয়েছে। এগুলো একত্রিত করে শিল্প অংশীদারদের সঙ্গে বসে কী কোর্স মডিউল করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। যাতে করে আমাদের দেশে কর্মসংস্থানে স্কিল ডেভেলপ হয়।’

উন্মুক্ত আলোচনা অধিবেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত বিশেষজ্ঞ অধ্যাপকবৃন্দ শিল্প ও শিক্ষায় সংযোগ স্থাপনের বিভিন্ন মাধ্যমে ও পদ্ধতি বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন। তারা সময়ের সঙ্গে সঙ্গে বিআইএম-এর প্রশিক্ষণ কর্মসূচির প্রাসঙ্গিকতা বৃদ্ধি এবং বর্তমান বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়ার কথা বলেন।

প্রাক্তন উপাচার্য, ব্রাক বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘বিআইএম-কে এখন রিভিউ করতে হবে, ভার্সিটিতে বাস্তব জীবনের জন্য কতটুকু তৈরি করা হচ্ছে প্রফেশনাল লাইফের জন্য। প্রফেশনাল লাইফ থেকে বের করতে হবে তার কী কী গ্যাপ আছে, সেটা আশা করি বিআইএম ফিলাপ করবে।’

এফএস