জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিনি বর্তমানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দুই দশকের বেশি ফক্স নিউজে কাজ করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। সেসময় ব্রুসের দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রশংসা করেন তিনি।
তবে কবে থেকে জাতিসংঘে মার্কিন ডেপুটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুস সে বিষয়ে স্পষ্ট জানাননি ট্রাম্প।