একদিনে ৫৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

0

অবরুদ্ধ গাজায় একদিনে আরও ৫৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

মঙ্গলবার (১৬ জুলাই) উপত্যকার বিভিন্ন অংশে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় সেনাদের। এছাড়া রাফাহ, খান ইউনিসসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিমান হামলাও চালায় ইসরাইল।

ঐতিহাসিক আল-নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেই বিমান হামলায় প্রাণ যায় সাংবাদিকসহ কমপক্ষে ২৩ জনের। এ নিয়ে গাজায় চলমান যুদ্ধে নিহত সংবাদকর্মীর সংখ্যা পৌঁছালো ১৬০ জনে। মোট ফিলিস্তিনি নিহত ৩৮ হাজার ৭১৩ জন।

এছাড়া ইসরাইলের ৩২৬ জন সেনাও যুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।