চালের দাম কমেছে, সবজির বাজার স্থিতিশীল

বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের চাল
বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের চাল | ছবি: সংগৃহীত
0

মৌসুম শুরু হওয়ায় কমেছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজিপ্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা। সবজির বাজারও রয়েছে সহনীয় পর্যায়ে। আজ (শুক্রবার, ৯ মে) কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়।

কেজিপ্রতি আটাশ চাল ৬০ টাকা, মিনিকেট ৭৮ থেকে ৮০, নাজিরশাইল চাল ৮০ ও চিনিগুড়া বিক্রি হচ্ছে ১১৮ থেকে ১২০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, সামনে নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। ।

এদিকে সবজির বাজারেও দেখা যায় একই চিত্র। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজিতেই দাম কমেছে কেজিপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত। শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম থাকার কথা বলছেন দোকানিরা।

আর দু’একটি পণ্যছাড়া বেশিরভাগ জিনিসের দাম আগের তুলনায় কমেছে জানিয়ে ক্রেতারা বলছেন, বাজার নিয়ে দায়িত্বশীলদের সব সময় থাকতে হবে সতর্ক ও সচেতন।

মাছ ও গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ফার্মের মুরগি ১৭০, সোনালি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে।

এসএস