আজ (রোববার, ২৫ মে) বিকেলে সচিবালয়ে চামড়ার এসব মূল্য নির্ধারণের তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।’
এ ছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতি পিস ১৩৫০ টাকার নিচে কেনা যাবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা যাবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘ঢাকা থেকে অন্য জেলায় বা অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত পরিবহন করা যাবে না।’
কোরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত তিন মাসের জন্য শিথিল করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।