সারাদেশে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড | ছবি: সংগৃহীত
0

সারাদেশে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ (বুধবার, ৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই ) এর পূর্বনির্ধারিত ইংরেজি ২য় পত্রের (কোড নম্বর ২৩৯) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

ফেনীসহ দেশের ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের একাধিক কর্মকর্তা। তারা জানান, এ পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সেজু