গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা: সীমিত পরিসরে খোলা শহরের দোকানপাট

গোপালগঞ্জে ১৪৪ ধারা
গোপালগঞ্জে ১৪৪ ধারা | ছবি: এখন টিভি
0

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সংঘর্ষের জেরে আজও (রোববার, ২০ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারা চলমান থাকায় একসঙ্গে ৪ জনের বেশি জড়ো না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তবে সীমিত পরিসরে খোলা আছে শহরের দোকানপাট।

গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় ১৪৪ ধারা জারি করেন। 

পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। দফায় দফায় কারফিউ দেয়ার পর গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে আজ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে সেখানে কারফিউ তুলে নেয়া হয়েছে এবং ধাপে ধাপে ১৪৪ ধারাও তুলে নেয়ার প্রস্তুতি চলছে।

এরই মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। 

এসএইচ