মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

বিমানবন্দরে প্রধান উপদেষ্টা
বিমানবন্দরে প্রধান উপদেষ্টা | ছবি: পিআইডি
1

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি।

এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সই হবে ৫ সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট। একই সঙ্গে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ।

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার এ সফরটি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে গতকাল প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও গভীরতর করতে যাচ্ছে। প্রবাসী শ্রমিক নিয়োগে দেশটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সফরের অগ্রাধিকার হচ্ছে অভিবাসন, বিনিয়োগ। সম্পর্কের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবে দুদেশ।’


এনএইচ