ইনজুরি থেকে ফিরে মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। প্রথম হাফে অকল্যান্ডের জালে ছয় গোল দেয় বায়ার্ন। গোল করেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার।
জোড়া গোল করেন ওলিসে এবং কোম্যান। দ্বিতীয় হাফে আরও চার গোল করে জার্মান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় হাফে ৬৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা। বাকি গোলটি আসে মুলারের পা থেকে। বায়ার্নের পরের ম্যাচ ২১ জুন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের বিপক্ষে।
আগে এই রেকর্ডটি ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের। ২০২১ ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরাকে ৬-১ গোলে হারিয়েছিল আল হিলাল।