ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা
বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

ক্লাব বিশ্বকাপে মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। জোড়া গোল করেছেন সেরহোও গুরাসি।

ম্যাচের ১৪ মিনিটে গুরাসির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর ২৪ মিনিটে আদেইমির অ্যাসিস্ট থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন গুরাসি। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড।

বিরতির পর ডিফেন্ডারদের ভুলে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান কমায় মন্তেরেই। হেড থেকে দুর্দান্ত গোল করে দলকে ম্যাচে ফেরান মেক্সিকান ফরোয়ার্ড জার্মেন বারতেরামি। বাকি সময় গোল করার বেশ কিছু সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ডর্টমুন্ড।

শেষ পর্যন্ত দুই-এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আগামী শনিবার (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এসএস