
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ: ট্রাফিক নিয়ন্ত্রণ, ডাকাতি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় ছিল ছাত্রজনতা
আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে গত বছরের আজকের দিনে ঢাকার শৃঙ্খলার সামাল দেয় ছাত্রজনতা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ, ডাকাতি প্রতিরোধ রাতভর পাহারাসহ নানা দায়িত্ব পালন করে রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা। প্রতিহিংসাপরায়ণ হয়ে যেন মবের সৃষ্টি না হয় তার জন্য বিএনপি, জামায়াতসহ সব দলের ঐক্য চোখে পড়ে। অন্যদিকে ভারতের কয়েকটি গণমাধ্যম চালায় উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর অভিযান। এতে যেন আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে দেশের মানুষ।

নির্বাচনে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী, মব আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মবের তৎপরতা আগের তুলনায় কমেছে। যদিও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তবে সরকার অব্যাহত চেষ্টা করে যাচ্ছে। আজ (সোমবার, ৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ট্রাফিক আইনে ডিএমপির ৯৩৪ মামলা ও ৩৫ লাখ টাকা জরিমানা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

পুলিশের কিছু অতি উৎসাহী কর্মকর্তার দায়ে পুরো বাহিনী এখন কোণঠাসা
সাম্প্রতিক সহিংসতায় পুলিশ বাহিনীর কিছু অতিউৎসাহী কর্মকর্তার দায়ে পুরো বাহিনী এখন কোণঠাসা। ছাত্রজনতার ক্ষোভ এখনও কমেনি পুলিশ বাহিনীর ওপর থেকে। জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে অনেক থানা, হত্যার শিকার হচ্ছে পুলিশ।

র্যাবের বিরুদ্ধে অন্য দেশের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করে র্যাব, তাদের বিরুদ্ধে অন্য দেশের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। দেশ থেকে সন্ত্রাস নিস্ক্রিয় হয়েছে বলেই অর্থনীতি গতি পেয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তার চাদরে পুরো দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো দেশ। রাজধানীসহ দেশের সব ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। কেন্দ্রের ভিতরে ও বাইরে আছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।