উইমেন্স বিগ ব্যাশে এলিসা পেরির সেঞ্চুরিতে সিডনি সিক্সার্সের জয়
উইমেন্স বিগ ব্যাশেও ঝড় তুললেন সিডনি সিক্সার্সের তারকা ব্যাটার এলিসা পেরি। চাপের মূহুর্তে দলকে টেনে তুললেন, করলেন ক্যারিয়ার সেরা সেঞ্চুরি। চার-ছক্কার ফুলঝুড়িতে দুর্দান্ত এক সেঞ্চুরি দেখলো দর্শকরা, সেই সঙ্গে জয়ের দেখা পেলো সিডনি সিক্সার্স।