কুড়িগ্রামে ঝড়ো হাওয়া, গাছ পড়ে বৃদ্ধা নিহত
কুড়িগ্রামে চৈত্রের শেষ দিনের আগের রাতে বৃষ্টিসহ কালবৈশাখি ঝড়ো হাওয়া বয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে আজ (রোববার, ১৩ এপ্রিল) ভোর রাত পর্যন্ত সময়ে থেমে থেমে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামে ঘরের উপর গাছ পড়ায় চাপা পড়ে ছইমন বেগম নামের এক পঞ্চাশোর্ধ মহিলা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।