লা লিগার কঠোর নীতিতে বিপাকে বার্সেলোনাসহ কয়েক ক্লাব
লিগ মৌসুম শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত বড় রকমের জটিলতায় আছে স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো। লিগ কর্তৃপক্ষ কঠোর নীতির কারণে মাঠে নামা অনিশ্চিত প্রায় ১৫০ ফুটবলারের। বেশকিছু ক্লাবের ১১ জন খেলোয়াড়েরই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। পুরো প্রক্রিয়া কেন্দ্র করে বড় রকমের জটিলতার মাঝে সময় পার করছে বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস এ লিগ।