নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া; ক্ষুব্ধ মৌসুমি ব্যবসায়ীরা
গত বছরের তুলনায় সরকারিভাবে চামড়ার দাম বেশি নির্ধারিত হলেও তার প্রতিফলন নেই আড়তে। কোরবানির প্রথম দিনে চামড়ার দর নিম্নমুখী। এতে ক্ষুব্ধ মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদারদের আশঙ্কা, ট্যানারি প্রকৃত দাম দেবে না। এছাড়াও, আনুষঙ্গিক খরচের অজুহাতও দিচ্ছেন তারা।