চিলিতে বইছে নির্বাচনি হাওয়া; প্রার্থী ম্যাথেইয়ের মিউজিক ভিডিওতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বইছে নির্বাচনি হাওয়া। এতে রক্ষণশীল প্রার্থী এভলিন ম্যাথেইয়ের একটি মিউজিক ভিডিও বাড়তি মাত্রা যোগ করেছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে কটাক্ষ করে তৈরি করা এ ভিডিও নিয়ে চিলির ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।