ট্রেনের ভাড়া

ঈদযাত্রায় কতটা নিরাপদ হবে ট্রেন, শঙ্কা যাত্রীদের
আর একদিন পরই শুরু হবে আগাম টিকিট বিক্রি। তবে গত এক সপ্তাহেই পরপর দুই দিন লাইনচ্যুত হয় ট্রেন। ঈদের আগে এমন লাইনচ্যুতি, ঈদযাত্রা কতটা নিরাপদ হবে সে নিয়ে শঙ্কা জেগেছে যাত্রীদের মধ্যে। রেলওয়ের দাবি, নির্বিঘ্ন ঈদযাত্রায় সব প্রস্তুতি রয়েছে তাদের। রেলমন্ত্রী বলছেন, নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে তদারকি করা হচ্ছে।

আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। ভাড়া বাড়ার বিষয়ে যে কথা উঠেছে সেটি গুজব।