
পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান অসীম মুনির, হলেন আরও ক্ষমতাধর
পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির। সেনাপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বও এখন তার কাঁধে। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ফিল্ড মার্শাল অসীম মুনিরকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ২০৩৫ সাল পর্যন্ত পদে থাকতে বাধা নেই আসিম মুনিরের। এদিকে, বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

সেনাপ্রধানকে ইমরান খানের খোলা চিঠি
কারাগারে দুর্ব্যবহার ও রাজনৈতিক ব্যবস্থায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আবারো পাকিস্তানের সেনাপ্রধানের কাছে খোলা চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা প্রদর্শনে সংবিধানিক সীমাবদ্ধতার তোয়াক্কা করছে না। এছাড়া, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন কমাতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান কারাবন্দি এ নেতা। এদিকে, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের একবছর পূর্ণ হওয়ায়, এ দিনটিকে 'কালো দিবস' হিসেবে উল্লেখ করে সমাবেশ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা।