ফুলের দোকান
ভালোবাসা দিবসে গ্রাহকদের হাতে পছন্দের ফুল তুলে দিতে ব্যস্ত প্যারিস

ভালোবাসা দিবসে গ্রাহকদের হাতে পছন্দের ফুল তুলে দিতে ব্যস্ত প্যারিস

কয়েক ঘণ্টা পরেই ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়ে মাতবেন বিশ্ববাসী। তাইতো ভ্যালেন্টাইন ডেতে গ্রাহকদের হাতে পছন্দের ফুলটি তুলে দিতে দোকানে দোকানে চলছে শেষ সময়ের ব্যস্ততা। ফ্রান্সের প্যারিসে প্রেম নিবেদন ছাড়াও ফুল ব্যবহার হচ্ছে ভোজ্য উপাদান হিসেবে। ভালোবাসা উদযাপনের দিনটিতে পানীয়র গ্লাস সাজাতেও প্যারিসে ব্যবহার হচ্ছে ফুল।

বছরে প্রায় ৩০ কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি

বছরে প্রায় ৩০ কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি

নেই গন্ধ। নেই জীবন। আছে শুধু সৌন্দর্য। তাজা ফুলের মতো শুভ্রতা না ছড়ালেও নষ্ট হওয়ার ভয় নেই। ঘর সাজানো থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে শোভা পাচ্ছে কৃত্রিম ফুল। ক্রমাগত বাড়ছে এর চাহিদা। বছরে প্রায় ৩০ কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি হয় বাংলাদেশে। যার বড় অংশই আসে চীন থেকে। দেশে কৃত্রিম ফুল উৎপাদনে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা।