ফেব্রুয়ারির নির্বাচন
নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। গতকাল (শনিবার, ০৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ (রোববার, ১০ আগস্ট) এসব তথ্য জানানো হয়।