ম্যানিলায় শুরু এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলোজির ২৯তম কংগ্রেস
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলোজির (এপিএসআর) ২৯তম কংগ্রেস। চার দিনব্যাপী এ আয়োজনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশের প্রায় ৩ হাজার বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও গবেষক অংশ নিয়েছেন।