ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক
রুবেন আমোরিমের হঠাৎ বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড আবারও অনিশ্চয়তায়। মৌসুম শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সাবেক তারকা মাইকেল ক্যারিক। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।