নির্বাচনি লড়াই: কক্সবাজারের ভবিষ্যৎ নির্ভর করছে নারীদের রায়ে
নির্বাচনি লড়াইয়ে কক্সবাজারের সাগরপাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এ অঞ্চলের নারী ভোটাররা। শুঁটকিপল্লীর শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা—কক্সবাজারের আগামীর নেতৃত্বে কার জয় হবে, তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর।