৯০ এর দশকে ক্যাসেটের জনপ্রিয়তা
কোনো আনন্দ উদযাপনে গানের সঙ্গে মানুষের সম্পর্কটা অবিচ্ছেদ্য। একসময় ঈদের আগের দিন চাঁদ রাতে ক্যাসেটের দোকানে থাকতো উপচে পড়া ভিড়। লম্বা লাইন থাকতো ক্যাসেট ডেলিভারির। সময় বদলেছে। সেইসঙ্গে বদলে গেছে ক্যাসেটের বাণিজ্যও। এখন যেনো সবই স্মৃতির পাতায়।