লোভনীয় বিজ্ঞাপনে ফাঁদ; অনলাইন প্রতারক চক্রে সর্বস্বান্ত মানুষ
লোভনীয় বিজ্ঞাপনের আড়ালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র। এদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে সাম্প্রতিক এক অভিযানে ৬০ হাজারের বেশি সিম, ডিভাইসসহ প্রতারক চক্রের দুইজনকে গ্রেপ্তার করে ডিবি। বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সিম বিপণন ব্যবস্থার কঠোরতা, জবাবদিহি এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এ সাইবার অপরাধ রোধ সম্ভব নয়।