
১৭ লাখের বেশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা বান্ধবকরণের ফলে ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছে। এ ছাড়া ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আজ (মঙ্গলবার, ১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমায় ঘাটতি
গেল বছরের তুলনায় এবার অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও, সার্বিক রিটার্ন জমা বেশ কম। সব জটিলতা কাটিয়ে বর্ধিত সময়ে সন্তোষজনক টিনধারী আয়-ব্যয়ের হিসাব জমা দেবেন বলে আশা এনবিআরের।

আয়কর তথ্য সেবা মাস: অনলাইনে রিটার্নের প্রভাবে কমবে সরাসরি জমাদান
আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী আয়কর তথ্য সেবামাস। দেশের ৪১টি কর অঞ্চলের ৬৫০টি সার্কেলে মাসব্যাপী জমা নেওয়া হবে আয়কর রিটার্ন। তবে প্রতি বছরের মতোই এবারও মাসের প্রথম দিনে তেমনটা জমে উঠেনি রাজধানীর কর অঞ্চলগুলো। যদিও কর কর্মকর্তারা বলছেন, অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করায় এবার সরাসরি রিটার্ন জমা অনেকটাই কমে আসবে।