অস্ট্রেলিয়ার প্রথম অরবিটাল রকেট উৎক্ষেপণ পেছালো
যান্ত্রিক সমস্যার কারণে মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না অস্ট্রেলিয়ার প্রথম অরবিটাল রকেট। ১৫ মে এরিস নামক রকেটটি উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করেছিল গিলমোর স্পেস। কিন্তু পেলোড ফেয়ারিং সমস্যা সেই পরিকল্পনা ভেস্তে দেয়। কী এই পেলোড ফেয়ারিং সমস্যা?