অরুণাচল
আকস্মিক বন্যায় ভারতে দুই দিনে প্রাণ গেছে ৩০ জনের, আটকা  ৫০০ পর্যটক

আকস্মিক বন্যায় ভারতে দুই দিনে প্রাণ গেছে ৩০ জনের, আটকা ৫০০ পর্যটক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যায় গেল দুই দিনে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। এরমধ্যে গতকাল (শনিবার, ৩১ মে) ‘সেভেন সিস্টার্সের’ আসাম, অরুণাচল, মেঘালয় ও মিজোরাম থেকে উদ্ধার করা হয়েছে ১৪ জনের মরদেহ। পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে হলুদ সতর্কতা দেয়া হলেও আসামে জারি আছে কমলা সতর্কতা। অতিবৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমে আটকা পড়ে আছেন অন্তত ৫০০ পর্যটক। সন্ধান মেলেনি তিস্তা নদীতে পড়ে যাওয়া গাড়িতে থাকা ৮ পর্যটকের।