‘দুর্নীতি’ নয়, বিপিএলে অনিয়ম-অবহেলায় ফারুককে অব্যাহতি, জানালেন ক্রীড়া উপদেষ্টা
দুর্নীতির কারণে নয়, বরং বিপিএলে অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণেই ফারুক আহমদকে সরানো হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। গঠনতন্ত্র মেনে তাকে অপসারণ করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলেও জানান তিনি। আগামী নির্বাচনে স্বচ্ছপ্রক্রিয়ার মাধ্যমে পরিচালক নির্বাচিত হবেন বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।