পারমাণবিক সংকট: মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের
পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান। পাঁচ দফা আলোচনার পর কোনো চুক্তিতে আসতে না পারায় সমাধান নিয়ে সংশয়ে ট্রাম্পও। অন্যদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্যকেও মিথ্যা বলছে তেহরান। এ অবস্থায় ইরানের অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।