মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫ দোকান
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকানের মালামাল। আজ (বুধবার, ১১ জুন) সকাল ৯টায় বাজারের আবদুস সাত্তারের জুতার দোকান ও মহসিনের মোবাইলের দোকানের মাঝামাঝি বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন।