ঘাটাইলে আর্মি মেডিকেল কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের ৮২তম রিক্রুট ব্যাচ প্রশিক্ষণের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকালে শহিদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।