সংস্কারের অভাবে জরাজীর্ণ দেশের প্রথম দ্বিতল রেলস্টেশন আলমডাঙ্গা
এশিয়ার সব থেকে উঁচু-দ্বিতল স্টেশনের নাম আলমডাঙ্গা। ব্রিটিশ আমলে তৈরি করা হয় স্টেশনটি যার সাথে জড়িয়ে আছে নীলচাষের বিভিন্ন স্মৃতি। কিন্তু যথাযথ সংস্কারের অভাবে জীর্ণদশায় পরিণত হয়েছে স্টেশনটি।