ফরিদপুরের ভূমি মেলায় মিলছে মিউটেশন, খতিয়ান ও ম্যাপ
নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো ফরিদপুরেও তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়েছে।