সাড়া ফেলছে মেরুদণ্ডে অস্ত্রোপচারে চীনের নতুন প্রযুক্তি
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় ১০০ জন মেরুদণ্ড সার্জারি বিশেষজ্ঞ অংশ নেন। সম্মেলনের মূল আকর্ষণ ছিল চীনে উদ্ভাবিত নতুন প্রযুক্তি—ইউনি-পোর্ট বাই-চ্যানেল ডুয়াল-মিডিয়া (ইউবিডি)। বলা যায় মেরুদণ্ডের অস্ত্রোপচারে বিপ্লব ঘটিয়েছে এটি। এর মাধ্যমে আগের মতো ২০ সেন্টিমিটারের পরিবর্তে মাত্র ১ সেন্টিমিটার ছিদ্র করে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব। খবর সিএমজির।