আসছে মীর লোকমানের ১১তম একক মূকাভিনয় প্রদর্শনী 'লাল মিছিল'
মূকাভিনয় শিল্পী মীর লোকমানের ১১তম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী 'লাল মিছিল' অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তার একক মূকাভিনয় অনুষ্ঠিত হবে।