ইরানের পতাকায় ফিরল সিংহ-সূর্য প্রতীক, বিক্ষোভে সমর্থন এক্সের
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সমর্থন জানিয়ে ইরানের পতাকা ইমোজিতে পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) আসল প্রতীক মুছে দিয়ে ইরানের পতাকায় সিংহ এবং সূর্যের প্রতীক বসিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কে মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি।