টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ২৫৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮২
সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৪ জন। এখনো নিখোঁজ কমপক্ষ ৮২ ভিয়েতনামিজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাও কাই প্রদেশ। নিহতদের মধ্যে শতাধিক প্রদেশটির বাসিন্দা। বন্যার পানি কমতে শুরু করায় পুরোদমে চলছে উদ্ধারকাজ।