জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত দ্বীপ উড়িরচর, ক্ষতিগ্রস্ত ৪০ হাজার মানুষ
প্রমত্ত মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ-উড়িরচর। যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ৪০ হাজার মানুষের। যেখানে এখনো নদী ভাঙ্গন, প্রতিকূল আবহাওয়া বা লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারতো কৃষি, মাছ ও কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ।