বিনিয়োগ সম্মেলনের পরও কি বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য?
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৪২টি দেশের ৬'শর বেশির বিনিয়োগকারীরা অংশ নিলেও প্রাপ্তির খাতা কি শূন্যই থেকে গেল? হিসাব বলছে, ক্রমান্বয়ে দেশে কমেছে এফডিআই। সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ উল্লেখযোগ্য না হলেও এ আয়োজনকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ীরা। বলছেন, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা সমস্যা সমাধান না হলে বিনিয়োগের সুফল আসবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বাংলাদেশ।