৭৭তম এমি অ্যাওয়ার্ডের আসরে ইতিহাস গড়লেন ১৫ বছর বয়সী ওয়েন কুপার
১৫ বছর বয়সে এমি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের 'অ্যাডোলেসেন্স' এ অভিনয়ের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে হওয়া এবারের এমি আসরে বাজিমাত করেছে অ্যাডোলেসেন্স, দ্য স্টুডিও, দ্য পিট। এ তিনটিই পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার।