‘ক্ষমতায় গেলে সব ধর্মের সম্মান-মর্যাদা রক্ষা হয়, এমন আইনেই দেশ চলবে’
খ্রিষ্টান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জামায়াত আমির
জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা হয়, এমন আইনেই দেশ পরিচালনার আশ্বাস দিয়েছে দলটি। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে আশ্বস্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।