কনস্টেবল পদে নিয়োগ: ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সতর্কবার্তা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ (শুক্রবার, ৮ আগস্ট) এক পোস্টে কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কবার্তা প্রদান করেছে। পুলিশ জানায়, চলতি বছর দ্বিতীয় বারের মতো কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেয়া হবে। পুলিশ বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে প্রার্থীরা টাকা-পয়সা লেনদেন বা প্রতারক ও দালালের ফাঁদে পড়বে না। তারা সতর্ক করেছেন, দালালরা প্রার্থীদের অজ্ঞানতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে।