কর অঞ্চল

আয়কর তথ্য সেবা মাস: অনলাইনে রিটার্নের প্রভাবে কমবে সরাসরি জমাদান
আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী আয়কর তথ্য সেবামাস। দেশের ৪১টি কর অঞ্চলের ৬৫০টি সার্কেলে মাসব্যাপী জমা নেওয়া হবে আয়কর রিটার্ন। তবে প্রতি বছরের মতোই এবারও মাসের প্রথম দিনে তেমনটা জমে উঠেনি রাজধানীর কর অঞ্চলগুলো। যদিও কর কর্মকর্তারা বলছেন, অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করায় এবার সরাসরি রিটার্ন জমা অনেকটাই কমে আসবে।

সহজ রিটার্ন ফরম চালু হলেও কার্যকারিতা কম
রাজধানীর সেগুনবাগিচায় বেশিরভাগ কর অঞ্চলেই নেই এক পাতার রিটার্ন ফর্ম। বিভিন্ন কর অঞ্চলের কর্মীরা বলছেন, পূর্ণ রিটার্নও সরবরাহ করা হচ্ছে পুরোনো ফর্মে।