অধিকার-নিরাপত্তা চান পাবনার নারী ভোটাররা
নারীরা যখন সোচ্চার সমঅধিকার নিয়ে, এমন সময়ে নির্বাচনে নিজেদের ভোটের গুরুত্ব নিয়ে নানা ভাবনা পাবনার নারী ভোটারদের। এবারের নির্বাচনে তারা নিশ্চিত করতে চায় তাদের অধিকার-নিরাপত্তা, বাড়াতে চান তাদের কর্মপরিধি। তাই সকল শঙ্কা পেছনে ফেলে নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে প্রত্যাশা তাদের।