এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইয়ে ঘরের মাঠে মুরোসের মুখোমুখি আবাহনী
এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্বে ঘরের মাঠে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) নামছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের মাত্র দুই বছরের নবীন কিন্তু ধনী ক্লাব মুরোস ইউনাইটেড। অভিজ্ঞতার সিংহাসনে আবাহনী আর অর্থবল-উদ্যমে ভরপুর মুরোসের লড়াই হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ, যেখানে শেষ বাঁশি বাজার আগে বিজয়ী নির্ধারণ কঠিন।