বিদ্রোহীদের কাছে সেনা সদস্যদের আত্নসমর্পণ
৯টি শহর, দুটি সীমান্ত বিদ্রোহীদের দখলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে এতোদিন বেশ প্রতাপের সঙ্গেই মিয়ানমারের ক্ষমতা দখল করে ছিল দেশটির সামরিক জান্তা সরকার। কিন্তু হঠাৎ করেই মিয়ানমারে মাথাচাড়া দিয়ে উঠেছে জান্তা সরকারবিরোধী বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠী। বুধবার রয়টার্সে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কায়াহ রাজ্যের একটি শহরে আহত অবস্থায় আত্মসমর্পণ করছেন জান্তা সরকারের সেনারা।