
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রম শুরু
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ১৫ দিন এই কার্যক্রম চলবে। আজ (শুক্রবার, ১ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে দূষণকারীদের ধরতে কমিটি করে তদারকির ঘোষণার দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, খাল দূষণ করার অধিকার নেই, এটি জাতীয় সম্পত্তি।

খাল থেকে উদ্ধার হলো রিকশা, বাথটাব, কমোড
রিকশা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ কী নেই খালে? প্লাস্টিকের বোতল তো মিলছে অহরহই। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তুই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম আতিক জানান, কোটি লোকের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতামুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবেই।

অবৈধ স্থাপনা উচ্ছেদ উত্তর সিটির
মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল পরিষ্কার করতে এসে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।