ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ
ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বন্দিদের পরিবারের। জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষার পর হামাসের বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ এনেছে ইসরাইল। এছাড়া, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে ৬ দিনের সফরের অংশ হিসেবে তেল আবিব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সমর্থকরা।