চাঁপাইনবাবগঞ্জে চিয়াংমাই আমের মণ ৭ হাজার টাকা
দেশের সব চেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে থাইল্যান্ডের চিয়াংমাই আম বিক্রি হচ্ছে ৭ হাজার টাকা মণ দরে। নতুন জাতের এ আম দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। নতুন জাতের এ আম নিয়ে কানসাট বাজারে এসেছেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন।